খেলাধুলা

এখানকার মানুষ বিনয়ী অতিথিপরায়ণ, সবসময়ই দারুণ লাগে: মুশতাক

বাংলাদেশের মানুষের একটা গুণের কথা বিদেশিরা সবসময়ই বলেন, এদেশের মানুষ বেশ অতিথিপরায়ণ। নতুন স্পিন কোচ হয়ে আসা পাকিস্তানি মুশতাক আহমেদও সেই মুগ্ধতা প্রকাশ করলেন। বললেন, এদেশের খাবারও তার ভালো লাগে।

Advertisement

সোমবার গভীর রাতে ঢাকায় পা রাখার পর আজ (মঙ্গলবার) শান্ত-মুশফিক-তাইজুলদের সঙ্গে পরিচয়পর্ব সেরেছেন মুশতাক। কথা বলেছেন বিসিবির এক ভিডিওবার্তায়।

বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে মুশতাক বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট প্রক্রিয়ার অংশ হতে পারা আমার জন্য বড় গর্বের বিষয়। আমি কাজ করতে মুখিয়ে আছি।’

পাকিস্তানের হয়ে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছেন মুশতাক। এরপর ১৯৯৩-৯৪ মৌসুমে বাংলাদেশ সফরে এসেছিলেন। সেই স্মৃতি এখনও মনের মধ্যে তরতাজা মুশতাকের।

Advertisement

টাইগার স্পিন কোচ বলেন, ‘আমার মনে পড়ে যখন আমরা ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিলাম, আমি ১৯৯৩-৯০ মৌসুমে সেই দলের অংশ ছিলাম (যেটা বাংলাদেশ সফরে এসেছিল)। বাংলাদেশে আসা সবসময়ই দারুণ অভিজ্ঞতা। এখানকার মানুষ পাকিস্তানি ক্রিকেটারদের বড় ভক্ত। আমরা আসলেই এখানে ক্রিকেট খেলাটা উপভোগ করি। এখানে আপনি দারুণ আতিথেয়তা পাবেন। এখানকার খাবার ভালো লাগে। শেষবার খেলোয়াড় হিসেবে বাংলাদেশে এসেছিলাম ১৯৯৮ সালে।’

কোচ হিসেবে এখানে এসে কেমন লাগছে? মুশতাক বলেন, ‘এটা খুবই চ্যালেঞ্জিং। যদি কোচিং স্কিলের দিক থেকে দেখেন, তবে এখানে পুরো বিশ্বের থেকে আলাদা। আপনাকে সেটা মানিয়ে নিতে হবে এবং খুবই সক্রিয় থাকতে হবে। এখানকার ক্রিকেটটা বুঝতে হবে। সত্যি করে বলতে এটা সবসময়ই দারুণ অভিজ্ঞতা। এখানে আসা, বিনয়ী মানুষদের সঙ্গে দেখা করা। একজন কোচ এবং খেলোয়াড় হিসেবে আমাকে আপ টু দ্য মার্ক হতে হবে। সঠিক কাজটাই করতে হবে।’

এমএমআর/

Advertisement