জাতীয়

তিন মাসে খরচের লক্ষ্য ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম ৯ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি দেখা গেছে। মার্চ পর্যন্ত মোট প্রাক্কলিত ব্যয়ের ৪২ দশমিক ৩০ শতাংশ বাস্তবায়িত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৩ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ৯ মাসে এডিপির বাজেট থেকে ১ লাখ ৭ হাজার ৬১২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় করতে সক্ষম হয়েছে সরকার। অথচ এই অর্থবছর মোট বরাদ্দের পরিমাণ ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি টাকা। চলতি অর্থবছর হাতে সময় আছে তিন মাস। এই সময়ে সরকারের খরচের লক্ষ্য ১ লাখ ৪৬ হাজার ৭৭৯ কোটি ১৯ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে ৪১ দশমিক ৬৫, ২০২১-২২ অর্থবছরে ৪৫ দশমিক ০৫, ২০২০-২১ অর্থবছরে ৪১ দশমিক ৯২ ও ২০১৯-২০ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৪৫ দশমিক ০৮ শতাংশ।

চলতি অর্থবছর মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ৬৭৪টি। ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে এডিপি বাস্তবায়নে শীর্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৯৬ দশমিক ৮৫ শতাংশ। এডিপি বাস্তবায়নে বেহালদশা দেখা গেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মাত্র ১৩ দশমিক ৮৯ শতাংশ।

Advertisement

এমওএস/জেডএইচ/জেআইএম