ধর্ম

ইমাম কেরাত পড়তে থাকলে মুক্তাদি কি সানা পড়বে?

ইমাম যখন কোরআন তিলাওয়াত করেন, তখন ইমামের তিলাওয়াত শোনা মুক্তাদিদের ওপর ফরজ। আল্লাহ বলেছেন,

Advertisement

وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ

যখন কোরআন পড়া হয়, তখন চুপ থেকে মনোযোগ দিয়ে শোনো, হয়তো তোমাদের দয়া করা হবে। (সুরা আরাফ: ২০৪)

তাই মুক্তাদি যদি ইমাম সানা পড়ে ফেলার পর নামাজে শরিক হয় এবং ইমাম উচ্চৈস্বরে কেরাত পড়তে থাকেন, তাহলে মুক্তাদি সানা না পড়ে ইমামের তিলাওয়াত শুনবে। ইমাম রুকু অবস্থায় থাকলে মুক্তাদিও রুকুতে চলে যাবে। তবে ইমাম নিম্নস্বরে কেরাত পড়তে থাকলে মুক্তাদি নামাজে শরিক হয়ে সানা পড়তে পারে।

Advertisement

আলেমদের নির্ভরযোগ্য মত অনুযায়ী মুক্তাদি ইমামের পেছনে সুরা ফাতেহা বা অন্য কোনো কেরাত পড়বে না, বরং চুপ থাকবে। ইমামের কেরাত শোনা গেলে ইমামের কেরাত শুনবে, না শোনা গেলেও চুপ থাকবে। যেহেতু জামাতে নামাজের ক্ষেত্রে ইমামের কেরাতই মুক্তাদিদের কেরাত গণ্য হয়। রাসুল (সা.) বলেছেন,

مَنْ كَانَ لَهُ إِمَامٌ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌযে ইমামের পেছনে নামাজ পড়ছে, ইমামের কেরাতই তার কেরাত। (সুনানে ইবনে মাজা)

ওএফএফ/এএসএম

Advertisement