দেশজুড়ে

দিনাজপুরে শিশু হত্যায় একজনের যাবজ্জীবন

দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু হত্যায় মমতাজ উদ্দিন (৫২) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় ঘোষণা করেন। মামলার বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার শিশু মিরাজ কাজী ফুলবাড়ী উপজেলার পশ্চিম খাজাপুর গ্রামের মাহাবুব কাজীর ছেলে। মাহাবুর কাজীর মা মোছা. মর্জিনা বেগম পশ্চিম খাজাপুর গ্রামের মমতাজ উদ্দিনকে দ্বিতীয় বিয়ে করেন। সে সুবাদে ২০১৮ সালের ৮ জুলাই শিশু মিরাজ কাজীকে তার দাদি তাদের কাছে বেড়াতে নিয়ে যান। পরিকল্পিতভাবে মিরাজকে শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মরদেহ গুম করে বিকেল ৪টার দিকে প্রচারণা চালায় মিরাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত ২টার দিকে মমতাজ উদ্দিন জানায় বাড়ির পাশের ডোবায় মিরাজের মরদেহ পাওয়া যেতে পারে। পরদিন সকালে ওই ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মিরাজ শিশু কাজীর বাবা মাহাবুর কাজী বাদী হয়ে ৯ জুলাই ফুলবাড়ী থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চারজনের নামে চার্জশিট দেন। প্রধান আসামি মমতাজ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Advertisement

সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে মমতাজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন।

মামলার রাষ্ট্রপক্ষে এপিপি শাহ মোস্তাফিজুর রহমান টুটুল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

Advertisement