পুকুর খননের জন্য মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেলো এল থ্রি নট থ্রি রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টারশেল। সোমবার (২২ এপ্রিল) বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ক্যানেলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ক্যানেলের বাজার এলাকায় শ্রমিকরা পুকুর খননের জন্য মাটি খুঁড়তে গেলে বিকেল তিনটার দিকে শ্রমিকদের কোদালের সঙ্গে ভারী কিছু আটকে যায়। পরে কৌতূহলী শ্রমিকেরা মাটি সরিয়ে একটি রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টারশেল দেখতে পান। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে জায়গাটি ঘিরে রাখে। ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় আছে পুলিশ।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, থ্রি নট থ্রি রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় আছে।
Advertisement
ইব্রাহিম সুজন/এফএ/জিকেএস