আন্তর্জাতিক

বড় জয়ের পথে ‌‘ভারতবিরোধী’ মুইজ্জুর দল

মালদ্বীপে বড় জয়ের পথে ভারতবিরোধী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। দেশটির সংসদের মোট আসন সংখ্যা ৯৩। এর মধ্যে ৮৬টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, পিএনসি ৬৬ আসনে জয় নিশ্চিত করেছে, যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যথেষ্ট।

Advertisement

এবারের সংসদ নির্বাচনে নির্বাচনে মালদ্বীপের ২ লাখ ৮৪ হাজার নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হয়েছিল।

আরও পড়ুন>

মালদ্বীপে চলছে সংসদ নির্বাচন, চীন-ভারতের সজাগ দৃষ্টি ভারত-মালদ্বীপের মধ্যে বিবাদ শুরু যেভাবে

মালদ্বীপের এই নির্বাচনের ওপর ভারত ও চীন দুই দেশই সতর্ক দৃষ্টি রাখছে। এই নির্বাচনের ফলই হয়তো বলে দেবে, ভারত মহাসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এই দেশটির ওপর আগামীতে কার প্রভাব কতটা থাকবে।

Advertisement

দীর্ঘদিন ধরে মালদ্বীপের ওপর ভারতের নিয়ন্ত্রণ অনেকটা একচ্ছত্র থাকলেও, গত বছরের সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মুইজ্জু নির্বাচিত হওয়ার পর থেকেই সমীকরণ পাল্টে যেতে থাকে। নির্বাচনী প্রচারণার সময় থেকেই মুইজ্জু তার ভারতবিরোধী অবস্থান স্পষ্ট করে দেন।

দেশটিতে প্রধান দুটি দল হচ্ছে মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মেদ ইব্রাহিম সলিহ’র নেতৃত্বাধীন মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। প্রেসিডেন্ট মুইজ্জু হলেও বর্তমান সংসদে অবশ্য এমডিপি’র আধিপত্য রয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Advertisement