ভাড়ায় গাড়িতে উঠে গন্তব্যে পৌঁছে ভুলে প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে যান অনেকে। বাংলাদেশিরা সবচেয়ে বেশি ফেলে যান পোশাক ও ছাতা। এছাড়া ওয়ালেট, বালিশ ও হেডফোনের মতো জিনিসগুলো ফেলে যান বাংলাদেশিরা। ভুলে জিনিসপত্র ফেলে যাওয়ার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে চলতি বছরের মে ও জুন মাসে।
Advertisement
রাইডশেয়ারিং অ্যাপ উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সের অষ্টম সংস্করণে উঠে এসেছে এমন তথ্য। উবার ব্যবহারকারীরা কোন জিনিসগুলো গাড়িতে সবচেয়ে বেশি ফেলে রেখে গেছেন এবং দিনের কোন সময়ে, সপ্তাহের কোন দিন ও বছরের কোন সময়ে হারানো জিনিস নিয়ে রিপোর্ট করেছেন, এসব তথ্যের একটি স্ন্যাপশট হলো এ ইনডেক্স।
ইনডেক্সের তথ্যানুযায়ী, ২০২৩ সালের মে ও জুন মাসে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে ফেলে রেখে গেছেন। বেশিরভাগ জিনিসপত্র ফেলে রেখে আসার ঘটনাটি ঘটেছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে।
এদিকে, গত বছর দেশজুড়ে যাত্রীদের ভুলে যাওয়া জিনিসের তালিকায় প্রথম দুটি স্থানে ছিল পোশাক ও ছাতা। তালিকায় এরপরই ছিল ওয়ালেট, বালিশ ও হেডফোন। বাংলাদেশিরা উবারে এরকম সাধারণ জিনিসপত্র যেমন ভুলে ফেলে রেখে গেছেন, স্পিকারের মতো অপ্রত্যাশিত জিনিসও তেমনি ভুলে রেখে গেছেন।
Advertisement
উবারের বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সের এ প্রতিবেদন সম্পর্কে বলেন, যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য উবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ট্রিপের সময় যাত্রীদের ফেলে যাওয়া জিনিস নিরাপদে তাদের কাছে ফিরিয়ে দেওয়াও এর অন্তর্ভুক্ত।
তিনি বলেন, হারানো জিনিস খুঁজে পেতে উবারের কিছু ইন-অ্যাপ অপশন আছে। এ ব্যাপারে যাত্রীদের জানানোর জন্য লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স একটি চমৎকার শিক্ষণীয় উপায়। যাত্রীদের আমরা জানাতে চাই যে, রাইডের সময় তারা কিছু ভুলে ফেলে গেলে তাদের সাহায্য করার জন্য আমরা প্রস্তুত।
এএএইচ/এসএনআর/এমএস
Advertisement