আরও কিছুক্ষণ
Advertisement
হোক তবে শেষ পাওয়াতুমি আমি দুজন,হোক তবে শেষ চাওয়ানিশিতে নির্জন!
হোক তবে শেষ কথাতোমাতে নিবেদন,বেসে যাই ভালো যথাদিতে পারো মন!
হোক বুকে মাথা রাখাআরও কিছুক্ষণ,শেষ বেলা প্রেম শেখানিজের মতন!
Advertisement
কিছু জল চোখ ঢাকাকিছু আলাপনঠোঁট ফুলিয়ে থাকাযখন-তখন!
****
ভালো থেকো
ভালো থেকো গাছেরাজল-পুকুর-মাছেরাভালো থেকো ঘাসফুলরেখে যাওয়া শত ভুল!
Advertisement
ভালো থেকো পাখিরাজোনাকি ও বাকিরাতোমাদের এ জমিনেচোখ ভেজে গোপনে!
ভালো থেকো ফুলেরামাঠে খেলা ছেলেরাছোট সেই ইস্কুলকোলাহল মশগুল!
ভালো থেকো পোকারাপ্রজাপতি সাথিরাকেটে ওড়া ঘুড়িটাগাছ মরা গুড়িটা!
ভালো থেকো মাঠেরাগ্রাম-নদী-হাটেরামেঠোপথ, বুনোঝোঁপরোদে পোড়া বাঁশ ছোপ!
****
মন বেদনা
আমি তোমার বাঁধা ঘুড়িইচ্ছে মতন ওড়াওছিড়লে সুতো হঠাৎ তারিএক পলকে হারাও!
কোথায় তোমার মন বেদনাকোন ঘাটে তা জুড়াওযুগ জমানো মন কামনাকোন নদীতে হারাও!
আমি তোমার বাঁধা তরীইচ্ছে হলে উজান বাও বাজার করে ফেরিপূর্ণ কর শূন্য নাও!
কোথায় তোমার মন বেদনা কোন আকাশে ওড়াও সুখ হারানোর দুঃখ-যাতনাকোন বুকে তা ফুরাও!
এসইউ/এমএস