ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় বাসচালক খোকন মিয়া (৪৮)-কে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাবের ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা রোববার বেলা ১১টার দিকে জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের স্টেশনপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
রাতে র্যাব এ তথ্য নিশ্চিত করেছে। পরবর্তী সময়ে তাকে ফরিদপুর র্যাব- ১০ এর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি মাসের ১৬ তারিখ ফরিদপুর জেলার কোতয়ালী থানার দিঘনগর নামক স্থানে ঢাকা থেকে মাগুরাগামী যাত্রীবাহী ইউনিক পরিবহনের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এবং চিকিৎসাধীন অবস্থায় মোট ১৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
এ ঘটনায় সেদিনই ফরিদপুরের কোতয়ালী থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। সে মামলায় জড়িত ইউনিক পরিবহনের চালক খোকন মিয়া ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরে অবস্থান করছে এমন তথ্য আসে র্যাবের কাছে। তথ্যের ভিত্তিতে শনিবার রাত থেকেই অভিযান শুরু করে র্যাব। এরই অংশ হিসেবে রোববার বেলা ১১টার দিকে খোকন মিয়াকে শহরের স্টেশনপাড়া সংলগ্ন নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Advertisement
আব্দুল্লাহ আল মাসুদ/এমএইচআর