পাকিস্তানের পশ্চিমাঞ্চলে বন্দুক হামলায় দুই কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) দিনগত রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল জেলায় এই হামলা ঘটে। এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) একই জেলায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর হামলায় আরও পাঁচ কাস্টমস কর্মকর্তা নিহত হন।
Advertisement
রোববার (২১ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করে দেশটির সরকারি কর্মকর্তারা। এদিকে, এখন পর্যন্ত হামলা দুটির দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। পুলিশ হামলার ঘটনা দুটি নিয়ে তদন্ত করছে।
গত কয়েক বছরে পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। সেখানে নিয়মিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। আর এসব ঘটনার বেশ কয়েকটির দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। হামলাগুলোতে বেশিরভাগ সময় লক্ষ্য হয়েছেন পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।
ডেরা ইসমাইল জেলা পুলিশের ডেপুটি সুপার মুহাম্মদ আদনান বলেছেন, কাস্টমসের কর্মকর্তারা এলাকাটির ব্যস্ততম একটি মহাসড়কে তল্লাশির জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এ ঘটনায় দুই ব্যক্তি নিহত হন।
Advertisement
তিনি আরও বলেন, তিন দিন আগে একই এলাকায় তল্লাশির সময় কাস্টমসের কর্মকর্তাদের ওপর বন্দুক হামলা হয়। সেদিন বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচ কর্মকর্তা নিহত হন। হামলা চালানোর পরপরই বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পাকিস্তানের আফগানিস্তান সীমান্তে জঙ্গি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দুই দেশের মধ্যে এরই মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি হয়েছে ও উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত মাসে আফগানিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসীদের একটি ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলার পর প্রতিবেশি দুই দেশের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়।
পাকিস্তানের দাবি, জঙ্গিরা হামলা চালানোর জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করছে। এই ধরনের হামলা ঠেকাতে তালেবানকে পদক্ষেপ নেওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। তবে জঙ্গিদের আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তালেবান।
সূত্র: রয়টার্স
Advertisement
এসএএইচ