দেশজুড়ে

প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে ঠান্ডা পানি নিয়ে টিম খোরশেদ

প্রচণ্ড গরমে ওষ্ঠাগত পথচারীদের মাঝে বিশুদ্ধ সুপেয় পানি নিয়ে হাজির হয়েছেন নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ। রোববার (২১ এপ্রিল) সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে তারা পানি বিতরণ করছেন।

Advertisement

শহরের বিভিন্ন পয়েন্টে দিনমজুর, খেটে খাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করছেন তারা। সেইসঙ্গে গরমে পথে চলাচলকারী মানুষ পানির তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পানি পান করছেন।

পথচারী রোকেয়া বেগম বলেন, সকালে কাজে বের হয়েছিলাম। এই গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোথাও পানি পান করতে পারছিলাম না। টিম খোরশেদের পানি বিতরণ করতে দেখে তাদের কাছ থেকে পানি নিয়ে পান করেছি।

রিকশাচালক শোভন বলেন, রোদে রিকশা চালিয়ে গলা শুকিয়ে গিয়েছিল। এখানে পানি দিচ্ছে দেখে পান করলাম। এখন ভালো লাগছে। গরমটা বেশি পড়ে গেছে।

Advertisement

টিম খোরশেদের লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা গত কয়েকদিনের গরমে লক্ষ্য করেছি পথচারী, দিনমজুর, রিকশাচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এই গরমে বেশি বেশি পানি পান করতে উপদেশ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু চলাচলরত অবস্থায় পানি পাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। পানি পাওয়া গেলেও সেটি বিশুদ্ধ কিনা তাও নিশ্চিত হওয়া যায় না। তাই আমরা মানুষের মাঝে বিশুদ্ধ পানি নিয়ে হাজির হয়েছি। এখানে মানুষ পানি পানও করতে পারবে আবার বোতলে ভরে নিয়েও যেতে পারবে।

জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোকের একটা প্রকোপ আছে। এ অবস্থায় ঢিলেঢালা সাদা কাপড় পরিধান করা উচিত। সেইসঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জেআইএম

Advertisement