আন্তর্জাতিক

সৌদিতে সিনেমা চালুর ৬ বছর, মিলেছে ব্যাপক সাড়া

সৌদি আরবে পুনরায় সিনেমা চালুর ৬ বছর পূর্তি হয়েছে। এই সময়ে দেশটিতে সিনেমা ইন্ডাস্ট্রির ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে।

Advertisement

প্রায় চার দশক পর প্রথমবারের মতো ২০১৮ সালে সিনেমা হল চালুর সিদ্ধান্ত নেয় সৌদি।

আরও পড়ুন>

সৌদি আরবে রমরমা সিনেমার ব্যবসা, ১৫৪ হলে আয় ৩৮৪০ কোটি টাকা চলচ্চিত্র শিল্পের বিকাশে সৌদিতে বৈঠক হলিউড-বলিউডের মতো বড় সিনেমা ইন্ডাস্ট্রি গড়তে চায় সৌদি

সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ছয় বছরে সিনেমা হলের সংখ্যা বেড়ে ৬৬টি হয়েছে। এতে মোট ৬১৮টি স্ক্রিন রয়েছে। ২২টি শহরে অবস্থিত এসব সিনেমা হলে আসন রয়েছে ৬৩ হাজারের বেশি।

Advertisement

এসব সিনেমা হলে প্রায় এক হাজার নয়শ সিনেমা প্রদর্শিত হয়েছে। এর মধ্যে সৌদির সিনেমা ছিল ৪৫টি। টিকেট বিক্রি করে আয় হয়েছে তিন দশমিক সাত বিলিয়ন সৌদি রিয়াল।

১৯৭০ সালের দিকে সৌদি আরবে কিছু সিনেমা হল থাকলেও দেশটির তৎকালীন ধর্মীয় পণ্ডিতরা সেগুলো বন্ধ করে দেন। ওই সময় আরব অঞ্চলের দেশগুলোতে ইসলামি শাসনের ব্যাপক উত্থান ঘটে।

২০১৭ সালে সৌদি সরকার জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে যে সামাজিক ও অর্থনৈতিক ব্যাপক সংস্কার চলছে, তার অংশ হিসেবে চলচ্চিত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

এরপর ২০১৮ সালের ১৮ এপ্রিলে ‘ব্ল্যাক প্যানথার’ দিয়ে যাত্রা শুরু করে সৌদির সিনেমা হলগুলো।

Advertisement

সত্র: গাল্ফ নিউজ

এমএসএম