পাবনায় তীব্র গরমে দোকানে বসে চা পান করা অবস্থায় সুকুমার দাস (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের রূপকথা রোডে একটি দোকানে বসে চা পানরত অবস্থায় তিনি অজ্ঞান হয়ে যান। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুকুমার দাস শহরের শালগাড়িয়ার জাকিরের মোড়ের বাসিন্দা। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, সুকুমার দাস হিট স্ট্রোকে মারা গেছেন কি না চিকিৎসকরা নিশ্চিত হতে পারেননি। কারণ হিট স্ট্রোক হয় গরমে থাকলে। তিনি ছিলেন একটি দোকানে। এসময় তিনি চা পান করছিলেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
আরও পড়ুন:
Advertisement
চলতি সপ্তাহ ধরে পাবনায় প্রচণ্ড তাপপ্রবাহ বিরাজ করছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার আশপাশে থাকছে। শনিবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) ৪১ ডিগ্রি, বৃহস্পতিবার ৩৯ ডিগ্রি, বুধবার ৪০ দশমিক ৫ ডিগ্রি ও মঙ্গলবার (১৬ এপ্রিল) ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আমিন ইসলাম জুয়েল/এসআর/জেআইএম
Advertisement