ধর্ম

তেলাপোকা পড়ে মারা গেলে কি পানি নাপাক হবে?

প্রবাহিত রক্ত নেই এ রকম কীট-পতঙ্গ পানিতে পড়লে পানি নাপাক হয় না। তেলাপোকার শরীরে প্রবাহিত রক্ত নেই। তাই পানির পাত্রে বা বালতিতে তেলাপোকা পড়লে তা ফেলে দিয়ে বাকি পানি ব্যবহার করা যাবে। শরীরে প্রবাহিত রক্ত নেই এমন ছোট টিকটিকিপানিতে পড়ে মারা গেলেও ওই পানি পবিত্র থাকবে এবং ব্যবহার করা ও খাওয়া জায়েজ হবে।

Advertisement

তবে কোনো কীট যদি দূষিত বা বিষাক্ত হয়, ওই কীট পড়ে মারা যাওয়ার কারণে পানি দূষিত বা বিষাক্ত হয়ে যাওয়ার আশংকা থাকে, ওই পানি পান করলে বা ব্যবহার করলে কোনো ক্ষতির আশংকা থাকে, তাহলে তা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

শরিরে প্রবাহিত রক্ত আছে এ রকম প্রাণী যেমন ইদুর, চিকা, বড় টিকটিকি, স্থলের ব্যাঙ ইত্যাদি পানিতে পড়ে মারা গেলে ওই পানি নাপাক হয়ে যাবে।

ওএফএফ/জেআইএম

Advertisement