দেশজুড়ে

ফরিদপুরে ঘোড়দৌড় দেখতে মানুষের ভিড়

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার চর কাতলাশুর এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Advertisement

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল থেকে আসা ১৪টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ঘোড়দৌড় দেখতে দূর-দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ ভিড় জমায়।

স্থানীয় বাসিন্দা মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান খান বিলায়েত হোসেন, পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুর রহমান সাইফার, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, পাশের নড়াইলের লোহাগড়ার শালনগর ইউনিয়নের চেয়ারম্যান লাবু মিয়া, চর কাতলাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মশিউর রহমান, সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

Advertisement