বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট দিলেন সংগঠনটির ২০২২-২৪ মেয়াদের নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন চুপিসারে ভোট দিয়েছেন।
Advertisement
ভোট দিতে আজ (১৯ এপ্রিল) দুপুরের দিকে এফডিসিতে প্রবেশ করেন তিনি। গাড়ি থেকে নেমে সোজা ভোটকেন্দ্রে প্রবেশ করেন। ভোট প্রদান করে ৫ মিনিটের মধ্যে বাইরে আসেন তিনি।
এসময় দীর্ঘদিনের সহকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলে কাউকে সাড়া না দিয়ে এফডিসি থেকে বেরিয়ে যান তিনি। এমনকি কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ইলিয়াস কাঞ্চন।
এর আগে সকাল ৯টার কিছুক্ষণ পরেই শুরু হয় চলচ্চিত্র শিল্পীদের সংগঠনের ভোটগ্রহণ। এদিন প্রথম ভোটপ্রদান করেন অভিনেতা ডা. এজাজ।
Advertisement
২১ সদস্যবিশিষ্ট কমিটির এ নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেলো আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। এবারের মোট ভোটার ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।
এমআই/এমএমএফ/এএসএম
Advertisement