জাতীয়

চট্টগ্রামের সাতকানিয়ায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদার্শা ইউনিয়নে এক সাংবাদিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় কেয়ারটেকারকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে ডাকাতরা।

Advertisement

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সাতকানিয়ার মাদার্শা গ্রামে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের বাড়িতে এ ঘটনা ঘটে।

সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখার অভিযোগ করে বলেন, ‘বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির সীমানার দেওয়াল টপকে ছয়জনের সংঘবদ্ধ একদল সন্ত্রাসী জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে। এ সময় অস্ত্রের মুখে বাড়ির কেয়ারটেকারের হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা ‘সাংবাদিক তৌফিক কোন্ রুমে আছে’ জানতে চায়। কেয়ারটেকার বাড়ির সদস্যদের সবাই চট্টগ্রাম শহরে চলে গেছেন, এমন কথা জানানোর পর সন্ত্রাসীরা বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করে। ফেরার সময় আলমারিতে থাকা একভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা ছাড়াও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।’

সাতকানিয়া থানার একজন উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শনে যান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Advertisement

এর আগে গত ৮ এপ্রিল রাত ১০টার দিকে পাশের এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা নেয়ামত আলী পাড়ায় এক নৃশংস হামলার ঘটনায় গুলিবিদ্ধ হন একই পরিবারের চার সদস্য। তারা হলেন, দিলুয়ারা বেগম (৫৫), আবুল হাসেম (৬৫), মনোয়ারা বেগম (৫০) ও সিফাতুল ইসলাম (২৪)।

এএজেড/এসএনআর/জিকেএস