মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানি বাড়ানোর প্রস্তাব সরকারের বিবেচনাধীন বলে জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
Advertisement
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মোফাজ্জল হোসাইন চৌধুরী, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, আবদুল লতিফ সিদ্দিকী, মো. রেজাউল হক চৌধুরী এবং মাহফুজা সুলতানা।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা হয়। এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
Advertisement
মুজিবনগরে একটি স্মৃতিকেন্দ্র স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম নেওয়া হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়। শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানি বাড়ানোর প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে বলেও কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকের শুরুতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগরে গঠিত অস্থায়ী সরকার এবং পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
আইএইচআর/কেএসআর/জেআইএম
Advertisement