বিনোদন

সংগ্রামী জীবনের গল্পে ‘লন্ড্রি বসির’

একজন সংগ্রামী মানুষের জীবনের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে নাটক ‘লন্ড্রি বসির’। সোহেল রানার রচনায় নাটকটি পরিচালনা করেছেন কামরুল হাসান ফুয়াদ।

Advertisement

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিম রেজা, আয়েশা নাফিসা, নূর-এ আলম নয়ন, রাবেল আহমেদ, সীমানা শিলা, মেঘলা ও এস এম জনি।

আরও পড়ুন:

সালমা সুলতানার কথায় জয়-রূপঙ্কর আভরাল-শাম্মীর ‘তুমি আমার কে’

নাটকের গল্পে দেখা যাবে, বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেন বসির। মাস্টার্স সম্পন্ন করা বসির তার বাবার লন্ড্রির দোকান নতুন করে চালু করেন। যুক্ত করেন নতুন নতুন সার্ভিস।

Advertisement

কাস্টমারদের বাসায় গিয়েও কাপড় ইস্ত্রি করা শুরু করেন তিনি। এভাবে কাজ করতে গিয়ে এক শিল্পপতির বোনের প্রেমে পড়েন। আর ঘটতে থাকে বিভিন্ন ঘটনা।

নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ‘লন্ড্রি বসির’ নাকটটি আজ (১৮ এপ্রিল) রাত ১১টায় চ্যানেল নাইনে ঈদ আনন্দ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

এমএমএফ/এএসএম

Advertisement