খেলাধুলা

তামিম ইস্যুতে যা বললেন জালাল ইউনুস

তামিম ইকবাল কি সত্যিই ফিরে আসবেন? দেশসেরা ওপেনারের কি জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছেটা প্রবল? তাই যদি না হবে, তাহলে একই দিন ক্রিকেট অপস প্রধান জালাল ইউনুস আর তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে দেখা করা, কথা বলার কারণ কী? জালাল ইউনুস ও শান্ত দুজনই তামিমের সাথে কথোপকথনটাকে সৌজন্যতা বিনিময় ও ব্যক্তিগত আলাপচারিতা বলে মন্তব্য করেছেন। তবে ক্রিকেট পাড়ায় নানা গুঞ্জন, ফিসফাস। আসলে তামিম ইকবাল কী করতে চান? বিসিবির অন্যতম নীতি নির্ধারক, অন্যতম শীর্ষ পরিচালক জালাল ইউনুস আর টিম বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সাথে আলাপে তামিম কী বলেছেন? তা জানতে ক্রিকেট অনুরাগীদের কৌতুহলের শেষ নেই।

Advertisement

আজ বুধবার শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের কাছ থেকেও অমন প্রশ্ন শুনলেন জালাল ইউনুস। তামিমের সঙ্গে তার এবং শান্তর কী কথা হয়েছে? তামিমের কি সত্যিই জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা আছে?

গত ১৫ এপ্রিল আবাহনী আর প্রাইম ব্যাংক ম্যাচের সময় শেরে বাংলায় তামিমের সাথে তার কথোপকথনটাকে নেহায়েত সৌজন্য সাক্ষাত ও ব্যক্তিগত আলাপচারিতা বলে মন্তব্য করেছিলেন জালাল। বলেছিলেন, ‘তামিম মাঝেমধ্যেই আমার সাথে এমনভাবে কথা বলে। খুনসুঁটিও করে।’

কিন্তু ৪৮ ঘণ্টা পর সেই হোম অব ক্রিকেটে সাংবাদিকদের প্রশ্নে জালাল খানিক ঘুরিয়ে জবাব দিলেন। জানালেন, জাতীয় দলে ফেরা নিয়ে নিশ্চিত করে কিছু না বললেও তামিম নাকি তার ক্রিকেট ক্যারিয়ার নিয়েই আলাপ করেছেন।

Advertisement

জালাল বলেন, ‘তামিম কি বলেছে হি ইজ কামিং ব্যাক? আমাদের সঙ্গে এরকম কোনো কথা হয়নি। নিশ্চিতভাবেই তামিম ইকবালের সঙ্গে কথা বলার জন্য সিরাজ ভাই, আমাকে অ্যাসাইন করেছিলেন বোর্ড প্রেসিডেন্ট। আমরা তার সঙ্গে তার ক্রিকেট প্ল্যান নিয়ে কথা বলেছি। একটা জায়গায় এসে আলাপ আলোচনা শেষ করেছি। আমাদের মিটিংয়ের আউটকাম বোর্ড প্রেসিডেন্টকে জানানো হয়েছে।’

সঙ্গে যোগ করেন, ‘এখানে তামিমের ক্রিকেট পরিকল্পনা নিয়েই আমাদের সঙ্গে আলাপ করেছে। কী আলাপ করেছে? এটা বলা সম্ভব না। এটা তামিম ও বোর্ড সভাপতির সঙ্গে আলাপ-আলোচনার পর আপনারা জানতে পারবেন।’

এআরবি/এমএমআর/এমএস

Advertisement