কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
মারা যাওয়া শিশুরা হলো উপজেলার শেরকান্দি এলাকার শামীম ইসলামের মেয়ে শেফা (১৩) ও চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার আলমগীর হোসেনের ছেলে শাহাজাদা (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন জয়নাবাদ এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল শেফা। বুধবার সকালে শেফার মা তাকে নিতে এলে সে আরেও কয়েকদিন থাকবে বলে নানাবাড়িতেই থেকে যায়। পরে দুপুর ১২টার দিকে মামাতো ভাই শাহাজাদাসহ পাঁচজন বাড়ির পাশের গড়াই নদে গোসল করতে যায়। এসময় পাড় থেকে নদে ডেজিং করা গভীর স্থানে পাঁচজন একসঙ্গে লাফ দেই। পরে অন্যরা ভেসে উঠতে পারলেও সাঁতার না জানায় শেফা ও শাহাজাদা পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বলেন, মেয়েটি নানাবাড়িতে বেড়াতে এসেছিল। দু্ই ভাইবোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
Advertisement
আল-মামুন সাগর/এসআর/এমএস