ধর্ম

মদিনায় ৪০ বছর বিনামূল্যে খাবার বিতরণ করেছেন যে ব্যক্তি

মদিনায় জিয়ারত করতে যাওয়া হজ-ওমরাহকারীদের বিনামূল্যে চা, কফি, খেজুরসহ বিভিন্ন খাবার বিতরণ করতেন অশীতিপর বৃদ্ধ শেখ ইসমাইল আল-জাইম আবু আল-সাবা। হজ-ওমরাহ করতে যাওয়া অনেকেই বিভিন্ন সময় তাকে দেখেছেন, তার দেওয়া খাবার খেয়েছেন। ৪০ বছরের বেশি সময় ধরে তিনি হজ-ওমরা পালনকারীদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করেছেন।

Advertisement

তার বিতরণ করা খাবারের মধ্যে থাকতো বিভিন্ন স্বাদের চা, কফি, খেজুর, বিস্কুট, রুটি ইত্যাদি। রাস্তার পাশে বসে পথচারীদের এসব খাবার দিতে দেখা যেতো তাকে। তার ছেলেরাও তাকে সাহায্য করতো।

শেখ ইসমাইল মূলত সিরিয়ার নাগরিক। প্রায় ৪০ বছর আগে নিজের দেশ ছেড়ে তিনি মদিনায় বসবাস করা শুরু করেন এবং নিজের সব সম্পদ হজ-ওমরাহকারীদের খেদমতে উৎসর্গ করেন। তিনি নিজে একেবারেই সাধারণ জীবন যাপন করতেন।

এই মহৎহৃদয় ব্যক্তি গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হারামাইনের খবর সরবরাহকারী ভেরিফায়েড পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’ তার মৃত্যুর সংবাদ জানিয়ে লিখেছে, ‘তিনি তার দাতব্য বিভিন্ন কাজ এবং হজ-ওমরাহ পালনকারীদের মধ্যে বিনামূল্যে চা, কফি ও খেজুর বিতরণের জন্য সুপরিচিত ছিলেন।’

Advertisement

ওএফএফ/জিকেএস