আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধ: মধু মিয়ার জামিন খারিজ

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের রাজাকার কমান্ডার মধু বাহিনীর প্রধান মধু মিয়া তালুকদারকে জামিন দেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট রেজিয়া সুলতানা চমন।

Advertisement

বুধবার (১৭ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারক এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

২০১৯ সালের ১ জানুয়ারি মামলার প্রধান আসামি রাজাকার কমান্ডার মধু বাহিনীর প্রধান মধু মিয়া তালুকদারসহ দুইজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগের প্রতিবেদন চূড়ান্ত করেন মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা।

Advertisement

এফএইচ/কেএসআর/জিকেএস