জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পানি ব্যবস্থাপনা, খাদ্য ও কৃষি সহযোগিতাসহ নানান বিষয়ে বাংলাদেশ ও স্পেন একসঙ্গে কাজ করবে। এ বিষয়ে দুদেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ স্পেনের উপ-প্রধানমন্ত্রী এবং পরিবেশগত পরিবর্তন ও জনসংখ্যাগত চ্যালেঞ্জ বিষয়ক মন্ত্রী মারিয়া হেসুস মন্টেরোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই মন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পানি ব্যবস্থাপনা, খাদ্য ও কৃষি সহযোগিতা, সবুজ শক্তি, পরিবেশগত সমস্যা এবং পারস্পরিক স্বার্থের বিষয়ে সহযোগিতা করতে সম্মত হন।
এসময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রণালয়ের সামুদ্রিক বিষয়ক ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম ও এথেন্সে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
Advertisement
আইএইচআর/কেএসআর/এমএস