প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (১৮ এপ্রিল)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্যমেলার মাঠে এটি অনুষ্ঠিত হবে।
Advertisement
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন। সারা দেশের বিভিন্ন খামার থেকে পশুপাখি আসবে এ প্রদর্শনীতে।
প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করেছে বাণিজ্যিক খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Advertisement
ভেন্যু পরিদর্শনকালে মন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এনএইচ/কেএসআর/এএসএম
Advertisement