জোয়ারের পানি আসায় মুক্তি পেল এমভি পারাবত-৯ লঞ্চ। এর আগে টানা দশ ঘন্টা মেঘনার ডুবোচরে আটকা ছিল লঞ্চটি। পারাবত লঞ্চের বরিশাল অঞ্চলের সুপারভাইজার সেলিম মিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। ঘন কুয়াশার কারণে রাত ৩টার দিকে মিয়ারচর এলাকায় নদীতে নোঙর করেন লঞ্চের মাস্টার।সকালে কুয়াশা কেটে গেলে যাত্রা করতে গিয়ে দেখা যায় পানি কমে যাওয়ার লঞ্চ ডুবোচরে আটকে গেছে।পরে বেলা সোয়া ১টার পর জোয়ার এলে লঞ্চটি মুক্ত হয় এবং বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে।বিআইডব্লিউটিসির নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক আবুল বাশার মজুমদার বলেন, বিকাল ৪টার দিকে লঞ্চটি বরিশালে পৌঁছাবে বলে আশা করা যায়।এদিকে মুস্তাফিজুর রহমান সুমন নামের ওই যাত্রী জানান, আরোহীদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভর্তি পরীক্ষার্থীও রয়েছেন। সকালে পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা লঞ্চে ভাংচুরের চেষ্টা করেন।
Advertisement