বাংলাদেশ ক্রিকেট দলের মূল স্ট্রাইক বোলার মোস্তাফিজুর রহমান; কিন্তু কিছুদিন ধরে ফর্মে নেই তিনি। বল করতে গেলে বেদম মার খান। উইকেট পান না। যার ফলে শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম পর্যন্ত দিতে হয়েছে তাকে।
Advertisement
অথচ সেই মোস্তাফিজই কি না রীতিমত জ্বলে উঠেছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে গিয়ে। যেন আগের সেই মোস্তাফিজ ফিরে এসেছেন বল হাতে। স্লোয়ার-কাটারে বিভ্রান্ত করছেন ব্যাটারদের। স্লাইডিং ডেলিভারি দিয়ে নিচ্ছেন উইকেট। এরই মধ্যে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন কাটার মাস্টার।
মোস্তাফিজের এই অসাধারণ পারফরম্যান্সে যারপরনাই খুশি বাংলাদেশের ক্রিকেট ভক্ত থেকে শুরু করে কর্মকর্তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র পরিচালক, সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন, আইপিএলে মোস্তাফিজের এই পারফরম্যান্সের কারণে বাংলাদেশ দলই উপকৃত হবে বেশি। এ কারণে তিনি চান, চেন্নাইয়ের হয়ে যত বেশি পারা যায়, ম্যাচ খেলুক মোস্তাফিজ।
চেন্নাইয়ের হয়ে সব ম্যাচ খেলতে গেলে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ মিস করবেন বাংলাদেশের এই পেসার। আকরাম খান মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ না খেলে বরং মোস্তাফিজের আইপিএলেই খেলা উচিৎ। সেখানে সে যে ধরনের পরিবেশ পাবে খেলার জন্য, তাতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারবে। অনেক কিছু শিখতে পারবে সেখান থেকে।
Advertisement
আকরাম খান বলেন, ‘জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে আমার মনে হয়, ওখানে (আইপিএলে) খেললে সে অনেক কিছু শিখতে পারবে। সেখানে ড্রেসিং রূম আছে, বড় ক্রিকেটারদের সঙ্গে খেলবে, ওখানকার স্ট্যান্ডার্ড ভালো। বিভিন্ন উইকেটে খেলতেছে, বিভিন্ন ধরনের ক্রিকেটারদের সঙ্গে খেলছে, আমার মনে হয় এই সুযোগটা ওর পাওয়া উচিত।’
মোস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তার কাছ থেকে শতভাগ উপকার পাওয়া যায়। এ বিষয়টা জানিয়ে আকরাম খান বলেন, ‘মোস্তাফিজ যে ধরনের খেলোয়াড় ওকে যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনিন শতভাগ উপকৃত হবেন। যেটা ধোনির টিম (চেন্নাই সুপার কিংস) করছে। আপনি দেখবেন, কলকাতার বিপক্ষে যেভাবে বল করেছে, যেভাবে পরিকল্পনা করেছে..., সত্যি কথা বলতে চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে ব্যক্তিগতভাবে উপকৃত হবে তার সঙ্গে বাংলাদেশও উপকৃত হবে।’
আইপিএলের কাছে মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে সবাই দুশ্চিন্তায় ছিল। সেখান থেকে মোস্তাফিজ ফর্মে ফিরে আসার ফলে সবার মধ্যেই একটা স্বস্তি কাজ করছে। এ বিষয়টা জানিয়ে আকরাম খান বলেন, ‘মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম। গত এক বছর ধরে সে সংগ্রাম করছে। এখন আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্স ভালোর দিকে যাচ্ছে।’
এভাবে খেললে বাংলাদেশ বিশ্বকাপে মোস্তাফিজের কাছ থেকে উপকৃত হতে পারে বলে মনে করেন আকরাম খান। তিনি বলেন, ‘একদম যে ভালো হচ্ছে তা না, যেহেতু লঙ্গার ভার্সন খেলে না, ও যদি আইপিএলে এরকম ভালো খেলতে থাকে তাহলে বিশ্বকাপে বাংলাদেশ বেশি উপকৃত হবো। এই জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। এটা নির্ভর করছে কোচিং স্টাফ, নির্বাচক, জাতীয় দলের সঙ্গে যারা আছেন তারা চিন্তা ভাবনা করবেন। ও যে ভালো করছেন, এটা আসলে বাংলাদেশের জন্য ভালো।’
Advertisement
এআরবি/আইএইচএস/