সাহিত্য

আবু আফজাল সালেহের তিনটি কবিতা

পুরানো বাড়ি এবং একটি ধুতুরি গাছ

Advertisement

একটি পুরানো বাড়ি। একটি ধুতুরি গাছ।ধুতুরি গাছ আগাছার সঙ্গে জটলা করে দাঁড়িয়ে--কাঁটাযুক্ত, গন্ধযুক্ত।এখানে আমরা প্রেম করেছি একদিনএখানে আমরা স্বপ্ন দেখেছি অনেকবার।

এখন সেই প্রেমিকা আর আসে না।ধুতুরির কামুকতার পাতা গ্রাস করেছে কোমলতার স্বপ্নধুতুরির ফুল, ধুতুরার রস...কতই না কিচ্ছাকাহিনি!কল্পনাকে প্রেমিকা ভাবা কি ভুল ছিলো?পুরানো বাড়িই পথ দেখায় নতুন সৌধের!

ধুতুরির জুজুর ভয়ে যাইনিকো অনেকদিনমাঝের নিষ্ফলা দিনগুলো করে শুধুই হাহাকার!আমি অন্ধকার ভেদ করে কী পুরানো বাড়ির দিকে যাবো না?প্রেমিকা তো আর নেই!--কে আমাকে রুখবে?

Advertisement

ট্রেনে উঠতে বাম হাতও লাগে

আমরা বলি, নারী উৎকৃষ্টতম এক শিল্প।তবে, তার ঠোঁট যা বলে আমরা বিশ্বাস করি কমতার মা-ও তাকে গুরুত্বহীন করেমাছের মাথাটা পুত্রের পাতে চলে যায়।

নারী উৎকৃষ্ট তবে ফাঁপা শিল্প--সমাজে অপদার্থ, অলংকার!শরীরের প্যারালাইজড অংশ যেন!

ট্রেনে উঠতে শুধু ডানহাত পারবে?

Advertisement

আশ্রয়ের অবহেলায় শোণিত করে ঠকঠক

আমার আশ্রয় বাংলাদেশ।

আমার অস্তিত্ব একাত্তরআমার হিরো মুক্তিকামী মানুষ, মুক্তিযোদ্ধাআমার জিরো পাকিস্তানি প্রেতাত্মা, রাজাকার, আল বদর...

শকুন আমার দুচোখের বিষসপ্তম নৌবহর এক থুতুর নাম।আশ্রয়ের অবহেলায় শোণিত করে ঠকঠক।

কেএসকে/জেআইএম