ভারতজুড়ে ১১ এপ্রিল মুক্তি পেয়েছে বলিউড নায়ক অজয় দেবগনের সিনেমা ‘ময়দান’। এটি এরই মধ্যে সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।
Advertisement
যদিও বক্স অফিসের আলোকে অক্ষয় কুমার-টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র তুলনায় কিছুটা পিছনে রয়েছে এ সিনেমা। এবার সময় বের করে এ সিনেমা দেখলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ‘দাদা’ খ্যাত সৌরভ গঙ্গুলি।
আরও পড়ুন:
যে কারণে ২টি হিন্দি সিনেমার মুক্তির সময় পিছিয়েছে অক্ষয়-টাইগার জুটির প্রথম সিনেমা ঈদে কত আয় করেছে?এমনিতেই বলিউডে জীবনীচিত্র কিংবা স্পোর্টস ড্রামার রমরমা। কিন্তু তা বেশির ভাগই ক্রিকেট তারকা ও তাদের জীবনকেন্দ্রিক। তবে এবার নির্মাতা অমিত শর্মা ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকে ফিরিয়ে এনেছেন বড়পর্দায়। সেই সিনেমা দেখেই উচ্ছ্বসিত সৌরভ। সকলকে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানিয়েছেন।
Advertisement
শুধু তাই নয়, নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আপনারা কেউ ‘ময়দান’ সিনেমা দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা মিস করবেন না। ভারতের কালজয়ী ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের দুর্ধর্ষ গল্প উঠে এসেছে। ধরা পড়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কথা। ভারতীয় ফুটবলের তারকাদের ছবি জীবন্ত করে তুলেছে এ সিনেমা। এটা একটা মাস্ট ওয়াচ ভারতীয় স্পোর্টস সিনেমা।’’
শুধু সৌরভ নন, ‘ময়দান’ সিনেমাটি দেখে মুগ্ধ বলিউডের প্রযোজক করণ জোহরও। তিনি জানিয়েছেন, এটাই এখন পর্যন্ত অজয় দেবগনের জীবনের সেরা কাজ। এ সিনেমা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন শহিদ কাপুরও।
এমএমএফ/জেআইএম
Advertisement