দেশজুড়ে

ভাগনির বিয়েতে যাওয়ার সময় অটোরিকশা খাদে পড়ে মামার মৃত্যু

শরীয়তপুরে ভাগনির বিয়েতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে নীরব মাদবর (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (১৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চর চিকন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নীরব মাদবর চিকন্দী ইউনিয়নের আবুড়া এলাকার ইসহাক মাদবরের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, দুপুরে ভাগনির বিয়েতে যেতে ব্যাটারিচালিত অটোরিকশা করে পরিবারের সদস্যদের নিয়ে জাজিরার গঙ্গানগর এলাকায় যাচ্ছিলেন। পথে চর চিকন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশাকে সাইড দিতে গেলে সেটি খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন নীরব। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

বিধান মজুমদার অনি/আরএইচ/এএসএম