দেশজুড়ে

কুকি-চিনের আরও ৪ সদস্য কারাগারে

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আটক আরও চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

রোববার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, রুমার রেমাক্রি প্রাংশা ইউপির লাল মিন চহন বমের ছেলে লাল রৌবত বম প্রকাশ আপেল(২৭), বান্দরবান সদর ইউপির কুহালং ইউপির লিয়ান জুয়াম বমের ছেলে লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমা পাইন্দু ইউপির রুয়াল লাই বমের ছেলে মিথুসেল বম প্রকাশ আমং(২৫), বান্দরবান সদর ইউপির রাম খুপ বমের ছেলে লাল রুয়াত লিয়ান বম (৩৮)।

আদালত সুত্রে জানা যায়- রুমা ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় রোববার চার জনকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জাগো নিউজকে জানান, আটক আসামিদের আদালতে উপস্থাপন করা হলে সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ প্রেক্ষিতে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৭ জন কুকি-চিন সদস্য ও ব্যাংক ডাকাতিতে ব্যাবহার করা এক গাড়ি চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছিলেন আদালত।

নয়ন চক্রবর্তী/এনআইবি/জেআইএম

Advertisement