চাঁদপুরের শাহরাস্তিতে এক যুবকের (৪৫) পায়ুপথে দুর্ঘটনাবশত ঢুকে যায় ছয় ইঞ্চির একটি ডাব।
Advertisement
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ারুক বাজার এলাকার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে চিকিৎসকরা ওই ডাব অপসারণ করেন।
হাসপাতাল ও রোগীর স্বজনদের সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের এক যুবকের পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব ঢুকে যায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। এক্স-রে করে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরে চিকিৎসকদের একটি টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় ডাবটি পায়ুপথ থেকে বের করতে সক্ষম হন।
হাসপাতালে উপস্থিত মো. শেখ ফরিদ নামে এক ব্যক্তি জানান, অপারেশনের পর বের হওয়া ডাবের আকার দেখে তিনি তাজ্জব বনে গেছেন।
Advertisement
এ ঘটনায় রোগী বা তার স্বজনরা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান জাগো নিউজকে জানান, দুর্ঘটনায় যে কোনো ভাবে রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বের করতে সক্ষম হই। তিনি এখন শঙ্কামুক্ত।
শরীফুল ইসলাম/এনআইবি/এএসএম
Advertisement