আন্তর্জাতিক

ইসরায়েলি মালিকের পণ্যবাহী জাহাজ আটক করলো ইরান

হরমুজ প্রণালী থেকে একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখা। এমসিএন অ্যারিস নামের জাহাজটির মালিক একজন ইসরায়েলি ধনকুবের।

Advertisement

ইরনা নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 

Footage shows the moment Israeli-linked ship MSC ARIES was captured in the Strait of Hormuz pic.twitter.com/dWU71quIjY

— Press TV (@PressTV) April 13, 2024

জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত পর্তুগিজ পতাকাবাহী জাহাজটি ইসরায়েলি রিয়েল এস্টেট, এনার্জি, প্রযুক্তি ও শিপিং ম্যাগনেট ইয়াল ওফারের মালিকানাধীন।

Advertisement

জোডিয়াক মেরিটাইম ইসরায়েলি ধনকুবেরের জোডিয়াক গ্রুপের অংশ।

এদিকে দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান যেকোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে। এ অবস্থায় নিজ নাগরিকদের ইসরায়েল, ফিলিস্তিন ও লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ। এদের মধ্যে রয়েছে ভারত, ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যও।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলায় ইরানের দুই জেনারেলসহ ১৩ জন নিহত হন। কেউ দায়ভার স্বীকার না করলেও এ হামলা ইসরায়েল চালিয়েছে বলেই মনে করা হচ্ছে। এ ঘটনার পরপরই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেহরান। এর ফলে নতুন করে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যজুড়ে।

এমএসএম

Advertisement