কিশোরগঞ্জের পাকুন্দিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়ার মরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
Advertisement
তারা হলেন, নাঈম মিয়া (২১) ও মো. শরীফ মিয়া (২২)। নাঈম মিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লাহর ছেলে ও মো. শরীফ মিয়া পৌরসদর এলাকার লক্ষ্মীয়া গ্রামের আবু রায়হানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া পৌরসভার মরুয়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া ঘটনাস্থলে নিহত হন। মো. শরীফ মিয়া নামের আরেককে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এসময় আরও দুজন আহত হয়েছেন।
আহতরা হলেন, পাকুন্দিয়া পৌরসভার গরুহাটা এলাকার আবুল কালামের মেয়ে লিজা (২৩) ও উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের আবু বক্করের ছেলে ফাহিম (২২)।
Advertisement
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া নামের এক যুবক মারা গেছে। আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে পাকুন্দিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে মো. শরীফ মিয়া মারা যায়।
এসকে রাসেল/আরএইচ/এএসএম
Advertisement