জোকস

আজকের কৌতুক: তুমি ছাড়া আমার কিছু নাই!

আজকের কৌতুক: তুমি ছাড়া আমার কিছু নাই!

তুমি ছাড়া আমার কিছু নাই!বউ: তুমি এত গরিব জানলে আমি তোমার বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলতাম না। বর: আমি তো আগে থেকেই সব বলে কয়ে নিয়েছি!বউ: কী বলে কয়ে নিয়েছো?বর: আমি তো আগেই বলেছিলাম, তুমি এই পৃথিবীতে আমার আর কিছুই নাই।

Advertisement

****

ছুটি পেতে দিতে হবে পরীক্ষাঅফিসের এক কর্মী বসকে বলছে—

কর্মী: স্যার, কয়েক দিনের ছুটি দরকার! বস: এক শর্তে ছুটি দেওয়া যাবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কর্মী: জ্বি স্যার, বলেন।বস: কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছে? কর্মী: তখন উত্তর দেয় স্যার বাহুবলী হয়তো কাটাপ্পাকে ছুটি দেয়নি! বস: কতদিনের ছুটি লাগবে!

Advertisement

****

বাবার মতো হতে হবেমা তার ছেলেকে খুব বকছেন আর বলছেন, তোর বাবার মতো হতে পারিস না? ছেলে এতক্ষণ মুখ বন্ধ করে শুনছিল। এক পর্যায়ে মা আবার বললেন—মা: তোর বাবার পদাঙ্ক অনুসরণ করা উচিত।ছেলে: বাবা এমন কী উল্লেখযোগ্য কাজ করেছেন?মা: কেন, ভদ্র ব্যবহার করার জন্য জেল কর্তৃপক্ষ গত বছর তার শাস্তি ছয় মাস কমিয়ে দিয়েছিল।

কেএসকে/এএসএম

Advertisement