খেলাধুলা

কোহলি ঝড়ে বেঙ্গালুরুর সংগ্রহ ১৯১

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চিত্রনাট্য যেন আগে থেকেই তৈরি করা। যে কারণে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়াদারাবাদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ক্রিস গেইলকে দ্রুত হারালেও কোহলির নৈপুণ্যে বিশাল স্কোর গড়েছিল তারা।এবার ঠিক একই চিত্র। শূন্য রানে হারালো গেইলকে। কিন্তু বিরাট কোহলি যেন প্রতিপক্ষের বোলারদের জন্য মূর্তিমান আতঙ্ক।গেইলকে হারানোর কোনো প্রভাবই পড়তে দিলেন না। ৪৮ বলে খেললেন ৭৯ রানের ঝড়ো ইনিংস। ৭টি চার আর ৩টি ছক্কায়। সঙ্গে গত ম্যাচের মতো জ্বলেছেন এবি ডি ভিলিয়ার্সও। ৩৩ বলে তিনি করেছেন ৫৫ রান। ৯টি বাউন্ডারি এবং ১টি ছক্কা।শেন ওয়াটসনের ব্যাটও জ্বলে উঠেছিল। ১৯ বলে করেছেন ৩৩ রান। ২টি বাউন্ডারি ৩টি ছক্কার মার ছিল তাতে। তাতেই ৫ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।দিল্লি ডেয়ারডেভিলসের জহির খান ১টি, মোহাম্মদ শামি ২টি এবং কার্লোস ব্র্যাথওয়েট নেন ১টি উইকেট।আইএইচএস/বিএ

Advertisement