খেলাধুলা

শেষ মুহূর্তে এসে জয় পেলো অপরাজিত থাকা লেভারকুসেন

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখনও পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখতে পেরেছে বায়ার লেভারকুসেন। বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্টহ্যামের বিপক্ষে শেষ মুহূর্তের দুই গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে জার্মান ক্লাব লেভারকুতসেন।

Advertisement

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পরস্পর মুখোমুখি হয়েছিলো তারা। ঘরের মাঠ বে এরেনায় ৮৩ মিনিট পর্যন্ত ওয়েস্টহ্যামের জাল খুঁজে পায়নি বায়ার লেভারকুসেন।

এ সময় প্রথম গোলের দেখা পায় বদলি ফুটবলার জোহান হফম্যান। ম্যাচ শেষ হওয়ার খানিক আগ মুহূর্তে, ইনজুরি সময়ে (৯০+১ মিনিট) দ্বিতীয় গোল করেন ভিক্টর বোনিফেস।

জার্মান বুন্দেসলিগায় এরই মধ্যে শিরোপার গন্ধ পেতে শুরু করেছে বায়ার লেভারকুসেন। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে জাবি আলোনসোর দল।

Advertisement

আর মাত্র তিনটি পয়েন্ট পেলেই প্রথমবারের মত জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে লেভারকুসেন। আগামী রোববার ওয়েডার ব্রেমেনকে হারাতে পারলেই শিরোপা উৎসবে মেতে উঠতে পারবো জার্মানির নতুন পরাশক্তিরা।

ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকা ২-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক ডি মার্শেইকে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ফিরতে লেগের খেলা।

আইএইচএস/

Advertisement