রাজধানীর সদরঘাটে পন্টুনে বাঁধা দুই লঞ্চের মাঝখান দিয়ে অন্য একটি লঞ্চ প্রবেশের সময় ধাক্কা লেগে এক লঞ্চের দড়ি ছিঁড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুজন। তাদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎকেরা।
Advertisement
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে লঞ্চে ওঠানামার দড়ি ছিঁড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
ঢাকা নদী বন্দর সদরঘাট ট্রাফিক জোনের যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন জাগো নিউজকে জানিয়েছেন, তিনজন মারা গেছেন। দুজন আহত। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তিনি বলেন, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামের দুটি লঞ্চ দড়ি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এসময় এমভি ফারহান-৬ লঞ্চটি পার্কিং করার জন্য ওই দুই লঞ্চের মাঝখান দিয়ে ঢুকলে ধাক্কা লেগে এমভি তাশরিফ-৪ লঞ্চটির ওঠানামার দড়ি ছিঁড়ে যায়। এতে ওই লঞ্চের পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।
Advertisement
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে বলেও জানিয়েছেন তিনি।
ঘটনা বিস্তারিত জানিয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঢাকা-ভোলা রুটের এমভি তাশরিফ-৪ লঞ্চে উঠছিলেন পাঁচ যাত্রী। এসময় ফারহান-৬ লঞ্চের ধাক্কায় তাশরিফের দড়ি ছিঁড়ে গেলে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সে মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।
হতাহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ এবং এক শিশু রয়েছে বলেও জানান তিনি।
আহতদের অবস্থা জানতে চাইলে নৌপুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, আহতদের কী অবস্থা সেটা চিকিৎসকরা ভালো বলতে পারবেন।
Advertisement
টিটি/এমকেআর/এএসএম