দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুনসান নীরবতা

ঈদের দিন সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিন্ন চেহারায় দেখা গেছে। প্রতিদিন গড়ে ৩৫ হাজার যান চলাচল করা সড়কে ছিল সুনসান নীরবতা। দুয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ছাড়া সড়কে অন্য কোনো গাড়ি চলাচল করেনি।

Advertisement

সিএনজি অটোরিকশাচালক রুবেল বলেন, গত এক বছরের মধ্যে এমন জনমানবহীন সড়ক দেখিনি। আজ ঈদের দিন হওয়ায় সড়ক একেবারে ফাঁকা।

কমলদহ বাজারের ব্যবসায়ী আমিন শরীফ জানান, যানবাহন চলাচলের কারণে মাঝে মাঝে বিরক্ত লাগে। আজ একেবারে আওয়াজহীন কোলাহলমুক্ত সড়ক হওয়ায় খুব ভালো লাগছে।

মধ্যম ওয়াহেদপুর এলাকার বাসিন্দা আবু জাফর বলেন, প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে অনেকক্ষণ অপেক্ষা করা লাগে। ঈদের দিন অন্য এক মহাসড়ক দেখছি। বাস, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, হাইস মাইক্রো কিছু চোখে পড়েনি।

Advertisement

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম