খেলাধুলা

রঙ্গিন জার্সিকে বিদায় রঙ্গনা হেরাথের

মুত্তিয়া মুরালিধরনের পর শ্রীলংকার স্পিন ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্ব ছিল তার কাঁধে। মুরালির মত এতটা পারফেকশনিস্ট না হলেও তার কিছুটা ছায়া তো ছিল হেরাথের ওপর; কিন্তু বয়স তো আর বাধা দিয়ে রাখা যায় না। সুতরাং, প্রকৃতির নিয়ম মেনেই এক সময় বিদায় বলতে হয়। ৩৮ বছর বয়সী রঙ্গনা হেরাথও বিদায় বলে দিলেন। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টিকে। শুধু টেস্ট খেলে যাবেন আরও কিছুদিন। শ্রীলংকান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এটা জানানো হয়েছে। ওই বিবৃতিতে হেরাথ বলেন, `প্রতিটি ক্রিকেটারকেই একটা সঠিক সময়ে এসে থামতে হয়। এ পর্যায়ে এসে আমি মনে করছি, সময় হয়েছে নতুন প্রতিভাদের আগমনের জন্য জায়গা খালি করে দেয়ার। ২০১৯ বিশ্বকাপের কথা চিন্তা করেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। কারণ, দলটাকে তো গড়ে তোলার বিষয় আছে!`১৯৯৯ সালে লংকান জাতীয় দলে অভিষেক রঙ্গনা হেরাথের। তবে সব সময়ই তিনি ছিলেন মুরালিধরনের ছায়ার নীচে। যদিও ২০১০ সালে মুরালির অবসরের পর থেকে টেস্টে তিনিই হয়ে গেলেন লংকানদের প্রধান স্ট্রাইক বোলার। ৭১ ওয়ানডে খেলেছেন হেরাথ। টি-টোয়েন্টি খেলেছেন ১৭টি। যথাক্রমে ৭৪ এবং ১৮টি উইকেট নিয়েছেন তিনি এই দুই ফরম্যাটে। টেস্ট খেলেছেন ৬৭টি। এর মধ্যে নিয়েছেন ২৯৭ উইকেট। ২৩ বার পেয়েছেন ৫টি করে উইকেট।আইএইচএস/পিআর

Advertisement