ঈদের খুশির বান ভেসেছেআয় রে তোরা আয়, বাঁকা হাসির চাঁদ নেমেছেআমার ছোট্ট গাঁয়।
Advertisement
নতুন জামা পরবো গায়ে লাল ফিতাটা চুলে, পাড়ায় পাড়ায় ঘুরবো সবাই নেচে হেলে দুলে।
রেশমি চুড়ির রিনিঝিনি মেহেদি দেবো হাতে, মিষ্টি মিঠাই ফিরনি সেমাই খাবো সবার সাথে।
খুশবু আতর মাখবো গায়ে মাথায় চমক টুপি, দাদার কাছে ঈদ সালামিনেবো চুপিচুপি।
Advertisement
পথশিশুকে সঙ্গে নিতে যাবো না তো ভুলি, ঈদ আনন্দ ভাগ করে আজকরবো কোলাকুলি।
এসইউ/এমএস