ঈদের দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি নিহত হয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া বুধবার আল-জাজিরাকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
গাজায় হামাস সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে ওই হামলা হয়। এতে হামাস নেতা হানিয়ার তিন ছেলে হাজেম, আমির ও মুহাম্মদ এবং তার অন্তত তিন নাতি-নাতনি নিহত হন।
কাতারে অবস্থানরত হানিয়া আল-জাজিরাকে বলেছেন, যুদ্ধের মধ্যে তার ছেলে গাজায় অবস্থান করছিলেন।
ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় হানিয়ের পরিবারের আরও সদস্য এর আগে নিহত হয়েছেন। তার আরেক ছেলে গত ফেব্রুয়ারিতে এবং ভাই ও ভাতিজা অক্টোবরে প্রাণ হারান। এরপর নভেম্বরে নিহত হন তার এক নাতি।
Advertisement
ইসমাইল হানিয়া আরও বলেছেন, এভাবে তার পরিবারের সদস্যদের হত্যা করা হলেও তারা পিছু হটবেন না। তারা যেসব দাবি নিয়ে যুদ্ধ বিরতির আলোচনা চালিয়ে যাচ্ছেন, তাতেও এ হামলা কোনো প্রভাব ফেলবে না।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারিও এ হামলা এবং হতাহতের খবর নিশ্চিত করেছেন।
এমএইচআর
Advertisement