সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন।
Advertisement
সোমবার (৮ এপ্রিল) জাতিসংঘের সদর দপ্তরে এ সৌজন্য স্বাক্ষাৎ করেন তারা।
মহাসচিব গুতেরেস রাষ্ট্রদূত সারওয়ারকে স্বাগত জানান এবং সার্কের সঙ্গে সহযোগিতা জোরদার করার জন্য জাতিসংঘের ইচ্ছা প্রকাশ করেন। রাষ্ট্রদূত সারওয়ার ২০০৪ সাল থেকে একটি পর্যবেক্ষক সংস্থা হিসেবে সার্কের প্রতি জাতিসংঘের দৃঢ় প্রতিশ্রুতি এবং সমর্থনের প্রশংসা করেন।
এসময় সার্ক ও জাতিসংঘের মধ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং নবায়নযোগ্য শক্তি সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা করেন তারা। এ প্রসঙ্গে সার্কের সঙ্গে ইউএনডিপি, এফএও, ইউএনএপি, ইউনেসকো, ইউনিসেফ সহ জাতিসংঘের সংস্থাগুলির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত সারওয়ার আরও বলেন সময়ের পরিপ্রেক্ষিতে এগুলোর পরিবর্তন ও পরিবর্ধন প্রয়োজন। ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র সমুহ পুনঃ নির্ধারণ ও সম্প্রসারণ এবং উভয় সংস্থার মধ্যে প্রকল্প-ভিত্তিক সহযোগিতা আরও জোরদার করার জন্য রাষ্ট্রদূত সারওয়ার কাঠমান্ডুতে সার্ক সচিবালয় এবং জাতিসংঘের সংস্থাগুলির মধ্যে বৈঠকের প্রস্তাব করেন।
Advertisement
প্রস্তাবকে স্বাগত জানিয়ে মহাসচিব গুতেরেস সার্ক সচিবালয় ও জাতিসংঘের সদর দপ্তরের মধ্যে সরাসরি সংযোগ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। কার্যকর সেক্টরাল কোঅপারেশনের স্বার্থে জাতিসংঘ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সার্ক সচিবালয়কে সংযুক্ত করার জন্য তিনি তাৎক্ষণিকভাবে তার অফিসকে নির্দেশ দেন।
রাষ্ট্রদূত সারওয়ার সার্ক সচিবালয়ের কর্মকর্তাদের জন্য সক্ষমতা বৃদ্ধিতে যথাযথ প্রশিক্ষণের সুযোগ প্রদানের জন্য জাতিসংঘের মহাসচিবকে অনুরোধ জানান। বৈঠকে সেক্রেটারি জেনারেল গুতেরেস সার্কের প্রতি জাতিসংঘের সমর্থন ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আগামী বছরগুলিতে সার্ক এবং জাতিসংঘের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও উন্নত করতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন।
এসআইটি/এএসএম
Advertisement