বিনোদন

যে কারণে ২টি হিন্দি সিনেমার ‍মুক্তির সময় পিছিয়েছে

ঈদুল ফিতরের কথা চিন্তা করে টালিউড সিনেমা ‘মির্জা’র মুক্তি এক দিন পিছিয়েছে। এবার একই পথে হাঁটল চলতি সপ্তাহের ২টি বড় বাজেটের হিন্দি সিনেমা।

Advertisement

চলতি সপ্তাহে ‘ময়দান’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ মুক্তি পাওয়ার কথা ছিল। প্রথমে ২টি সিনেমারই মুক্তি তারিখ ১০ এপ্রিল চূড়ান্ত ছিল। কিন্তু সোমবার রাতে নির্মাতারা জানিয়েছেন, সিনেমা ২টি আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে।

আরও পড়ুন:

অঙ্কুশের ‘মির্জা’ সিনেমার মুক্তি সময় পিছিয়েছে সাড়া ফেলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ সিনেমার টিজার

আসলে প্রথমে ঈদের কথা ভেবেই নির্মাতারা তাদের সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ করেছিলেন। কিন্তু পরে জানা যায়, ভারতজুড়ে বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার ঈদ পালিত হবে। তাই ২টি সিনেমার মুক্তিই একদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

‘বড়ে মিঞা ছোটে মিঞা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। অক্ষয় সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সপরিবার ১১ এপ্রিল ইদের দিন সিনেমা দেখুন।’ অন্যদিকে ‘ময়দান’র কেন্দ্রে রয়েছেন অজয় দেবগন। অজয় তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘১০ এপ্রিল পেড প্রিভিউ থাকছে। কিন্তু প্রকৃত অর্থে ‘ময়দান’ ১১ এপ্রিল ইদের দিন মুক্তি পাচ্ছে।’’

Mark your calendars! #Maidaan release across cinemas in India on 10th April, with special previews starting 6pm onwards. Full scale release to follow on the Eid holiday on 11th April. Reserve your seats now! - https://t.co/fRjCbJydkw#MaidaanInIMAX#MaidaanOnEidpic.twitter.com/8d73kZUse7

— Ajay Devgn (@ajaydevgn) April 8, 2024

জানা গেছে, কলকাতার বেশ কিছু প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা ২টির ‘পেড প্রিভিউ’র ব্যবস্থা থাকছে। তবে ৯ এপ্রিল জানা যায় ‘ময়দান’র শো থাকবে সন্ধ্যা ৬টার পর। অন্যদিকে, বুধবার ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র কোনো শো থাকছে না। সন্ধ্যায় দুই হিন্দি সিনেমার ভিড়ে তাই অঙ্কুশও ‘মির্জা’ রিলিজ করতে চাননি।

Bade aur Chote aur poori Bade Miyan Chote Miyan ki team ki taraf se aap sab ko advance mein Eid Mubarak. Dekhiye #BadeMiyanChoteMiyan on Eid with your entire family, now releasing on 11th April, only in cinemas. pic.twitter.com/jlqaouQ5Tv

Advertisement

— Akshay Kumar (@akshaykumar) April 8, 2024

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারকে তিনি বলেছিলেন, ‘ইদের চাঁদের উপরে সব কিছু নির্ভর করছে। সেই অর্থে বুধবার প্রেক্ষাগৃহে খুব বেশি ভিড় হবে না। হিন্দি সিনেমাগুলো বুধবারে অল্প পেড শো দেখাবে। আসলে বৃহস্পতিবার সকাল থেকেই সবাই শো পাচ্ছে।’

এমএমএফ/এএসএম