জাতীয়

ঈদে দুদিন মেট্রোরেল বন্ধ

পবিত্র ঈদুল ফিতরের সময় মেট্রোরেল টানা দুদিন বন্ধ থাকবে। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই ঈদের দিন ও পরের দিন শুক্রবার (১২ এপ্রিল) মেট্রোরেল বন্ধ থাকবে।

Advertisement

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। এর পরের দিন শুক্রবারও বন্ধ থাকবে, কারণ সপ্তাহের মধ্যে শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকে।’

আরও পড়ুন

Advertisement

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

মেট্রোরেল সংশ্লিষ্টরা বলেছেন, মেট্রোরেল পরিচালনার ক্ষেত্রে কর্মীর অভাব রয়েছে। আর ঈদের দিন যাত্রীও তেমন হবে না। তাই ঈদের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৬ রমজান থেকে প্রতিদিন এক ঘণ্টা বেশি চলছে মেট্রোরেল। প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে মেট্রো। এ সময়সূচি বুধবার পর্যন্ত বহাল থাকবে বলে আগেই জানিয়েছিল মেট্রোরেল নিয়ন্ত্রণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আরএমএম/বিএ/এএসএম

Advertisement