আন্তর্জাতিক

ডাটা সেন্টারে ২৯০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

জাপানে ডাটা সেন্টারে ২৯০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট। ২০২৫ সালের মধ্যে এই বিনিয়োগ করবে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। এটাই হবে জাপানে তাদের সবচেয়ে বড় বিনিয়োগ।।

Advertisement

মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্রাড স্মিথ নিক্কেই এশিয়াকে দেওয়া এক সক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জয়জয়কার অবস্থার মধ্যেই এমন বিনিয়োগের কথা জানানো হলো কোম্পানির পক্ষ থেকে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিহিদা ওয়াশিংটন সফরে রয়েছেন। এর মধ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি এই বিনিয়োগ পরিকল্পণা ঘোষণা করতে যাচ্ছে।

স্মিথ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ ও দেশীয় সক্ষমতায় বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বব্যাপী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার হয়ে উঠেছে।

Advertisement

যখন দেশীয় ডাটা বিদেশি ডাটা সেন্টারে স্থানান্তর ও সংরক্ষণ করা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে তখন টোকিও আরও এআই কম্পিউটিং পাওয়ার যোগ করার পদক্ষেপ নিচ্ছে।

মাইক্রোসফট পূর্ব ও পশ্চিম জাপানের বিদ্যমান দুইটি সাইটে উন্নত এআই সেমিকন্ডাক্টর ইনস্টল করবে। ক্লাউড সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বিশ্বে মাইক্রোসফটের অবস্থান দ্বিতীয়। এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিস।

তিন বছরে ৩০ লাখ কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কোম্পানিটি জাপানে একটি এআই-সম্পর্কিত রিস্কিংলিং প্রোগ্রাম ঘোষণা করার পরিকল্পনাও করেছে। তাছাড়া রোবোটিক্স ও এআই-এর ওপর গবেষণা ও উন্নয়নের জন্য টোকিওতে একটি নতুন ল্যাব স্থাপন করবে মাইক্রোসফট।

স্মিথ বলেন, জাপানের অর্থনীতির প্রতিটি অংশের প্রতিযোগিতা এআই গ্রহণের ওপর নির্ভর করবে। টেকসই উৎপাদন প্রবৃদ্ধির জন্যও এআই প্রয়োজনীয় বলে তিনি উল্লেখ করেন।

Advertisement

সাইবার নিরাপত্তা জোরদার করতে জাপান সরকারের সঙ্গে কোম্পানিটি অংশীদারত্ব করবে বলেও জানান মাইক্রোসফটের প্রেসিডেন্ট।

সূত্র: নিক্কেই এশিয়া

এমএসএম