দেশজুড়ে

মৌলভীবাজারে ১ ডিম বিক্রি হলো ১৯ হাজার টাকায়

৫০০ টাকা থেকে দাম শুরু। শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়। এই দামেই একটি ডিম কিনে নেন এক ব্যবসায়ী। তবে বাজার থেকে নয়, মসজিদে দান করা ওই ডিমটি নিলামে বিক্রি করা হয়েছে।

Advertisement

পবিত্র শবে কদরের রাতে (৬ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে ১৯ হাজার টাকায় ডিমটি বিক্রি হয়। মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পবিত্র শবে কদরের রাতে মির্জাপুর জামে মসজিদে একজন মুসল্লি একটি ডিম দান করেন। পরে উন্মুক্ত নিলামে তোলা হয় ডিমটি। এসময় মুসল্লিরা ডাকে অংশ নেন। শুরুতেই ৫০০ টাকা দাম ওঠে ডিমটির। এরপর একে একে প্রতিযোগিতা করে বাড়তে থাকে দাম। সবশেষ ১৯ হাজার টাকা দাম বলেন সালেহ আহমেদ নামের একজন মুসল্লি। এ দামেই ডিমটি তার কাছে বিক্রি করে মসজিদ কমিটি।

নিলামে ডিম কেনা সালেহ আহমদ বলেন, ‘মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই ডিমটি এতো দামে কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকা আখিরাতে নাজাতের উছিলা হবে বলে আমি মনে করি।’

Advertisement

একই রাতে শ্রীমঙ্গল জামে মসজিদে নিলামে একটি আতাফল বিক্রি হয়েছে দেড় হাজার টাকায়। শহরের এক ব্যবসায়ী ওই দামে ফলটি কিনে নেন।

এসআর/জেআইএম