সাহিত্য

বুকের বা’পাশে এবং অন্যান্য কবিতা

বুকের বা’পাশে

Advertisement

আমি ঘুমোইতোমার ছায়ার পাশেতুমি নেই,বাহিরে ধূপজ্বলা সন্ধ্যাআমি ঘুমোই।তুমি সরে আসো কাছে, আরও কাছেবুকের বা’পাশেক্লান্ত যোনীবৃক্ষে বইছেচৈত্রের বাতাস, আহা!মিলেছে শরীরঅথচ তুমি নেই!

****

দূরে থাকো

Advertisement

তুমি বরং দূরেই থাকোনক্ষত্ররা যত দূরে থাকেযত দূর থেকে ভেসে আসেশিউলি ফুলের ঘ্রাণ।তুমি দূরেই থাকো।কাছে এলেই একরাশ বিরক্তিআমার ঘামে ভেজা শার্ট তখনতোমার দামি পারফিউমের কাছেবড় বেমানান মনে হয়।তুমি বরং দূরেই থাকোতোমার কপালের টিপ সরে একপাশে লেগে থাকুকভেজা পায়ে মুছে যাক আলতার রংতবু তুমি দূরেই থাকো।

****

গুয়েভারার মতো

একদিন নিঃশব্দেই কংক্রিট ভেদ করে বেড়ে ওঠে ডালপালাহীন তৃণলতা,প্রতিবাদহীন শহরে ঠিকমাথাগোঁজার ঠাঁই খুঁজে নেয়।স্বপ্ন দ্যাখে একদিন সেগুয়েভারার মতো বিপ্লবী হবেযারা তাকে বঞ্চিত করেছেতাদের বুকের ভেতর গেঁথে দেবে একমুঠো তাজা বারুদ। একদিন—ছিঁড়ে যাবে বিষাক্ত সভ্যতার ইন্দ্রজাল।

Advertisement

এসইউ/জেআইএম