জ্যেষ্ঠ সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানের গ্রেফতার হওয়া প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সাংবাদিক শফিক রেহমানকে সুনির্দিষ্ট অভিযোগের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন বিষয়। তদন্ত অনুযায়ী যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে তার শাস্তি হবে। আর যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে খালাস পাবেন।রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সারাদেশের জেলা রেজিস্টারদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় শনিবার সকালে গ্রেফতার হওয়া শফিক রেহমানকে ওইদিনই পাঁচদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বিএনপি-ঘেঁষা সাংবাদিক শফিক রেহমান গ্রেফতার হওয়ার পর গতকাল এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘শফিক রেহমান সত্য উচ্চারণে অবিচল ও সাহসী এক কলমযোদ্ধা। সে কারণে তাকে কবজা করতে না পেরে গ্রেফতার করা হয়েছে। এটি সরকারের চরম স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ।’ এফএইচ/এনএফ/পিআর
Advertisement