ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রতিবছর ঈদে যানজটের কবলে পড়েন ঘরমুখো মানুষ। তবে সেই ভোগান্তি নেই এবার। ঈদযাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।
Advertisement
সোমবার (৮ এপ্রিল) দুপুরে মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশ ঘুরে এ চিত্র দেখা গেছে।
সাইফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘এবার কোনো প্রকার দুর্ভোগ ছাড়াই ঢাকা থেকে কুমিল্লা এসেছি। অন্যান্য দিনের মতোই আড়াই ঘণ্টা সময় লাগেছে। ঈদের আগে এতো কম সময়ে কুমিল্লায় আসতে পারা কল্পনাই করা যায় না।’
তিশা পরিবহনের যাত্রী আবু সুফিয়ান বলেন, সড়কের কোথাও যানজট নেই। গাড়িও কমই দেখেছি। যে কারণে অনেক কম সময়ে কুমিল্লা আসতে পেরেছি।হান্নান তালুকদার নামের গ্রাম বাংলা পরিবহনের এক যাত্রী বলেন, ‘চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসতে দুই ঘণ্টা ২০ মিনিট সময় লেগেছে। পথে পথে পুলিশের বিশেষ সতর্কতা লক্ষ্য করেছি। কোনো গাড়িকেই দু এক মিনিটের বেশি দাঁড়াতে দেয়নি। বলা চলে মহাসড়ক ফাঁকা।’
Advertisement
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জাগো নিউজকে বলেন, মহাসড়কে গাড়ির চাপ কম। তবে মঙ্গলবার (৯ এপ্রিল) গার্মেন্টস ছুটি হওয়ার কথা রয়েছে, ওইদিন গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহীনুল আলম জাগো নিউজকে বলেন, আজকেও মহাসড়কে গাড়ির চাপ কম। কোথাও যানজট কিংবা ধীরগতি নেই। তবে চট্টগ্রামমুখী সড়কে গাড়ির কিছুটা চাপ লক্ষ্য করা গছে।
এ বিষয়ে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মো. খাইরুল আলম জাগো নিউজকে বলেন, যাত্রীদের বিড়ম্বনা কমাতে মহাসড়কে যানজটপ্রবণ ২৬টি স্থান চিহ্নিত করে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এর ফল পাচ্ছেন যাত্রীরা।
তিনি বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে অ্যাম্বুলেন্সের পাশাপাশি প্রস্তুত রয়েছে বিশেষ কুইক রেসপন্স টিম। পোশাকধারী পুলিশের পাশাপাশি সড়কে কাজ করবে কমিউনিটি পুলিশ।
Advertisement
জাহিদ পাটোয়ারী/এসআর/